২৫ জুন কলকাতার তারাপদ মেমোরিয়াল হলে এআইইউটিইউসি এবং এআইপিএফ অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পার্ট-টাইম সুইপারস ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি কমরেড পঙ্কজ মণ্ডল। প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং এআইপিএফ-এর সাধারণ সম্পাদক কমরেড সমর সিনহা। তিনি বলেন, রাজ্যের বিদ্যুৎ শিল্পের সবচেয়ে শোষিত ও অবহেলিত পার্ট-টাইম কর্মীদের নিয়ে ১৯৯৯ সালে এই ইউনিয়ন গড়ে ওঠে। এরপর ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে চাকরির নিরাপত্তা, ৬০ বছর পর্যন্ত চাকরি, বোনাস, ইপিএফ ও পেনশন, ইএসআই ও অবসরকালে এককালীন তিন লক্ষ টাকা প্রাপ্তি প্রভৃতি দাবি আদায় হয়েছে। কিন্তু কোম্পানির একজন চতুর্থ শ্রেণির কর্মীর প্রতি ঘন্টার বেতনের সাথে সমতা রেখে আনুপাতিক হারে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবি আজও অপূরিত রয়ে গেছে।
এছাড়াও বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড অশোক দাস, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও পুরুলিয়া জেলা সম্পাদক কমরেড প্রবীর মাহাতো, পার্ট-টাইম সুইপারস ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মানস কুমার সিনহা, পাওয়ারমেন্স ইউনিয়নের সহ-সভাপতি কমরেড কাশীনাথ বসাক এবং সাধারণ সম্পাদক কমরেড সৌরভ দাশগুপ্ত। সম্মেলন থেকে কমরেড মানস কুমার সিনহাকে সভাপতি ও গৌর প্রামাণিককে সাধারণ সম্পাদক করে ৩৪ জনের রাজ্য কমিটি গঠন করা হয়।