Breaking News

ই-রিক্স চালকদের বিক্ষোভ শিলিগুড়িতে

এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের পক্ষ থেকে ২৯ নভেম্বর তিন দফা দাবিতে শিলিগুড়িতে এসডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের দাবি সমস্ত আটক ই-রিক্সাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে, তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে, পরিবহণ শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে।

এসডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং আটক সমস্ত গাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের শিলিগুড়ি টাউন কমিটি ইনচার্জ জয় প্রসাদ বর্মন এবং জেলা ইনচার্জ জয় লোধ। এ ছাড়া উপস্থিত ছিলেন টোটো চালক রিন্টু রায়, পরিতোষ মণ্ডল, দেবাশিস পাল, কমল দাস প্রমুখ।