পাশ–ফেল চালুর দাবি ত্রিপুরায়

২৮ ডিসেম্বর অল ইন্ডিয়া ডি এস ও–র ৬৪ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়৷ সকাল ৯ টায় আগরতলায় রাজ্য অফিসে পতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য সম্পাদক কমরেড মৃদুলকান্তি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বেলা ১২টায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে৷ বর্তমান শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল প্রথা চালু করা, ব্যাপক ফি–বৃদ্ধি প্রত্যাহার করা, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ সহ পরিকাঠামোর উন্নয়ন, রেনেসাঁস এবং স্বাধীনতা সংগ্রামের মনীষীদের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, শিক্ষকদের শিক্ষাদান ব্যতীত অন্য কোনও কাজে নিয়োগ না করা প্রভৃতি দাবিতে মিছিল শিক্ষা অধিকর্তার অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়৷

পরে ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার নিকট এক দাবিপত্র প্রদান করে৷ দাবিগুলির যৌক্তিকতা তিনি স্বীকার করেন এবং প্রতিলিপি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠাবেন বলে আশ্বাস দেন৷