রাজ্যে রাজ্যে লেনিন মৃত্যুশতবর্ষ সমাপনী অনুষ্ঠান

লেনিন স্মরণে সভা। মধ্যপ্রদেশের গোয়ালিয়র। ২১ জানুয়ারি

গুজরাটঃ মহান লেনিন মৃত্যুশতবর্ষের সমাপনী অনুষ্ঠান উদযাপিত হল গুজরাটের সুরাটে, ১৮ জানুয়ারি। সভাপতিত্ব করেন এস ইউ সি আই (সি)-র গুজরাট রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী যোশী। লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কমরেড লেনিনের জীবনসংগ্রাম ও সর্বহারার মুক্তিসংগ্রামে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ। নভেম্বর বিপ্লবের পর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সাফল্যগুলি তুলে ধরেন কমরেড ভাবিক রাজা। সমাপ্তি ভাষণ দেন কমরেড মীনাক্ষী যোশী। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 গুজরাটে লেনিন পখিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন কমরেড মীনাক্ষী যোশী

মধ্যপ্রদেশঃ লেনিন মৃত্যুশতবার্ষিকী সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ২১ জানুয়ারি একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলের গোয়ালিয়র জেলা সম্পাদক কমরেড রচনা অগ্রবাল। প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুনীল গোপাল। জনসভায় বিপুল সংখ্যায় বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের নাগপুরে সংবিধানচকে ২১ জানুয়ারি লেনিন স্মরণ দিবসের সভায় বক্তব্য রাখছেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রাক্তন সাংসদ কমরেড তরুণ মণ্ডল।