Breaking News

১৫-১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট সফলের আহ্বান এ আই ইউ টি ইউ সি-র

 

 

 

ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সহ অন্যান্য ব্যাঙ্ক সংগঠনের ডাকা ১৫ ও ১৬ মার্চ ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি। সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড শঙ্কর সাহা ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানান, কেন্দ্রের বিজেপি সরকার এবারের বাজেটে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহ একটি বিমা কোম্পানি এবং বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণের ঘোষণা করেছে। অথচ ব্যাঙ্ক থেকে পুঁজিপতিরা বিপুল পরিমাণে ঋণ নিয়ে পরিশোধ না করার কারণেই ব্যাঙ্কগুলি রুগ্ন হয়ে পড়ছে। জনগণের টাকা আত্মসাৎকারী এই পুঁজিপতিদের নামের তালিকা সরকার প্রকাশ্যে আনছে না। বেসরকারিকরণের মধ্য দিয়ে ব্যাঙ্কগুলিকে সেই পুঁজিপতিদেরই দেওয়া হবে, যারা ব্যাঙ্কের এই রুগ্নতার জন্য দায়ী। তারা ব্যাঙ্কে জমা জনগণের কষ্টার্জিত টাকা নিয়ন্ত্রণ করবে। এর ফলে অবধারিতভাবে গ্রাহক এবং কর্মচারীদের স্বার্থ বিঘ্নিত হবে।

পুঁজিপতিদের স্বার্থে আনা জনবিরোধী এই পদক্ষেপের বিরুদ্ধে সমস্ত ব্যাঙ্ক কর্মচারী এবং জনগণকে আন্দোলনে এগিয়ে আসার এবং ধর্মঘট সফল করার আহ্বান জানান তিনি।