হাওড়া জেলার ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের অধীনস্থ ব্লক সহ আরআই দপ্তরে ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ‘কর্মবন্ধু’রা নিজেদের কাজ ছাড়াও গ্রুপ-ডি কর্মচারীদের আরও বহু গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব নিয়ে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন। কিন্তু আজও তাঁদের মাসিক বেতন মাত্র ৩ হাজার টাকা। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির এই সময়ে এই সামান্য বেতনে তাঁরা সংসার চালাতে পারছেন না। এই পরিস্থিতিতে, ‘কর্মবন্ধু’ নয় অবিলম্বে কন্ট্রাকচুয়াল গ্রুপ-ডি কর্মচারী পদে নিয়োগ, অন্যান্য জেলার মতো ১৯৯৯ সাল থেকে বকেয়া দ্রুত প্রদান, সকল কর্মীর বোনাস, অবসরের পর এককালীন অন্তত ৩ লক্ষ টাকা প্রদান সহ নানা দাবিতে ৬ সেপ্টেম্বর ‘হাওড়া ডিস্ট্রিক্ট ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপার ইউনিয়ন’-এর পক্ষ থেকে জেলা ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখানো হয় এবং কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়।