সাম্প্রদায়িকতার প্রসার, গাজায় আমেরিকা-ইজরায়েল সাম্রাজ্যবাদী জোটের গণহত্যার প্রতিবাদে, রান্নার গ্যাস ও ওষুধের দামবৃদ্ধির বিরুদ্ধে এবং যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে ১৪ এপ্রিল হাওড়া ময়দানে এস ইউ সি আই (সি)-র হাওড়া সদর জেলা কমিটির আহ্বানে বিক্ষোভ মিছিল হয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড সৌমিত্র সেনগুপ্ত, রাজ্য কমিটির সদস্য কমরেড জৈমিনী বর্মন ও প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা কমরেড আলোক ঘোষ।