৮ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের হলদোয়ানিতে ‘অবৈধ’ অজুহাত দিয়ে একটি মসজিদ এবং মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষ প্রতিবাদ জানালে পুলিশ গুলি চালায়, তাতে ৫ জনের মৃত্যু হয়।
এস ইউ সি আই (সি) উত্তরাখণ্ড রাজ্য ইনচার্জ কমরেড মুকেশ সেমওয়াল বলেন, এটি বিজেপি সরকারের সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যেই ঘটানো। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ইস্যু করার জন্য এই প্লট তৈরি করা হল। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চূড়ান্ত জায়গায় গেলে কুমায়ুনের কমিশনার দীপক রাওয়াতের নেতৃত্বে তদন্ত করার কথা বলে সরকার। এস ইউ সি আই (সি)-র দাবি, সরকারি আমলার পরিবর্তে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি কিংবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। যারা পুলিশের গুলিতে নিহত বা আহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে উপযুক্ত ভূমিকা নিতে হবে।