২১ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনে এস ইউ সি আই (সি) ১০টি জেলার ১৮টি আসনে প্রার্থী দিয়েছে৷ ভিওয়ানি, তোশাম, বাদশাপুর, গুরগাঁও, হাঁসী, বাহাদুরগড়, অসনধ, অটেলি, নারনোল, নাঙ্গল চৌধুরি, কোসলি, রেওয়াড়ি, রাই, সোনীপত এবং গোহনো সহ মোট ১৮টি কেন্দ্রে দল প্রতিদ্বন্দ্বিতা করছে৷ দলের পলিটবুরো সদস্য তথা দলের রাজ্য সম্পাদক কমরেড সত্যবান এই সংবাদ জানান৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ডিনডোসি (মুম্বই) এবং হিঙ্গনা (নাগপুর) কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে এসইউসিআই(সি)৷ কমরেড সত্যবান বলেন, বিজেপি সরকার অতীতের কংগ্রেস সরকারের জনবিরোধী নীতিগুলিই আরও জোর কদমে কার্যকর করে চলেছে৷ আর দু’চারটে সিট পাওয়ার লোভে সিপিএম–সিপিআই কংগ্রেসের পিছন পিছন চলছে৷
হরিয়ানার ঘরে ঘরে রয়েছে প্রতিভাবান, সুশিক্ষিত, প্রশিক্ষিত তরুণ–তরুণীরা৷ তাদের কাজ নেই৷ রাজ্যের ৪২৯টি সরকারি স্কুলে বিজ্ঞান ও গণিত পড়ানো তুলে দেওয়া হয়েছে৷ রেওয়াড়ির মনেধিতে প্রস্তাবিত চিকিৎসা প্রতিষ্ঠান এইমস বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদি তথা মনোহরলাল খট্টরের বিজেপি সরকার৷ এই পরিস্থিতিতে গণআন্দোলনের ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে এস ইউ সি আই (সি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷