স্বীকৃতির দাবিতে টোটো চালকদের মিছিল

৪ এপ্রিল সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়ের ডাকে সকল ই-রিক্সা বা টোটোর সরকারি রেজিস্ট্রেশন, চালকদের পরিবহণ কর্মীর স্বীকৃতি, সামাজিক সুরক্ষা সহ ৬ দফা দাবিতে, বিক্ষোভ মিছিল করে পরিবহণ মন্ত্রী ও শ্রমমন্ত্রীকে ডেপুটেশন দেন টোটো চালক। এ দিন চার শতাধিক টোটো চালকরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সুসজ্জিত মিছিল করে ওয়াই চ্যানেলে বিক্ষোভ সভায় যোগ দেন। অংশুধর মণ্ডলের নেতৃত্বে তিন জনের প্রতিনিধি দল শ্রমন্ত্রীর দপ্তরে এবং রাজ্য সম্পাদক শ্যামল রামের নেতৃত্বে তিন জনের প্রতিনিধি দল পরিবহণ দপ্তরে দাবিপত্র পেশ করে। ওয়াই চ্যানেলে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি হারাধন দাস। প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস। পরিবহণ মন্ত্রী জানান রেজিস্ট্রেশন না থাকলেও কোনও টোটোকে বন্ধ করা হবে না। সকল টোটো চালকদের পরিবহণ শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা দেওয়া হবে।