সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাসকে হঠাৎ কলকাতার বাইরে বদলি করে প্রতিবাদী ডাক্তারদের রক্তচক্ষু দেখাতে চাইল রাজ্য সরকার৷
জনস্বাস্থ্য আন্দোলন, চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সহ স্বাস্থ্য দপ্তরের প্রশাসকদের লাগামহীন স্বৈরাচার ও প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তুলেছে সার্ভিস ডক্টরস ফোরাম (এসডিএফ), এমএসসি প্রভৃতি সংগঠনগুলি৷ এর স্বাস্থ্যদপ্তরের নানা দুর্নীতি–নিয়ম প্রকাশ্যে এসে যাচ্ছে৷ এগুলি ধামাচাপা দিতে প্রতিবাদী আন্দোলন বন্ধ করতে চাইছে স্বাস্থ্যদপ্তর৷ সেই উদ্দেশ্যেই অন্যায়ভাবে ডাঃ সজল বিশ্বাসের এই বদলি৷ ২৭ মে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সংগঠকের সভাপতি ডাঃ প্রদীপ ব্যানার্জী৷ তিনি এই অন্যায় বদলির তীব্র নিন্দা করে বলেন, ডাঃ সজল বিশ্বাস দীর্ঘকাল উত্তরবঙ্গ ও কলকাতার বাইরে নানা হাসপাতালে কাজ করে মাত্র আড়াই বছর আগে কলকাতার পোস্টিং পেয়েছিলেন৷ তাঁকে হঠাৎ করে বদলি করে স্বাস্থ্য দফতর আন্দোলনকে ভাঙতে চেয়েছে৷
স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষার আন্দোলনের স্বার্থে ২৮ মে সার্ভিস ডক্টরস ফোরাম এই বদলি স্থগিত রাখার দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি দেয়৷ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ৷
(৭০ বর্ষ ৪১ সংখ্যা ১জুন, ২০১৮)