দূষণহীন ও কম খরচের যে ট্রাম ব্যবস্থা কলকাতা শহরের ঐতিহ্য, সেই ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এ রাজ্যের তৃণমূল সরকার। এর ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, নিত্যযাত্রী, প্রবীণ মানুষ, হাসপাতালের রোগী, ছোট ছোট ব্যবসায়ী সহ জনজীবনের সমস্ত স্তরের মানুষই ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়েছেন। হেরিটেজ আইন বাঁচাতে মেয়র সম্প্রতি বলেছেন, চারটি রুটে চালু রেখে বাকি রুটগুলি থেকে তাঁরা ট্রামলাইন তুলে ফেলবেন। মেয়রের এই বক্তব্যে নাগরিকরা প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। এই অবস্থায় কলকাতায় বন্ধ হয়ে যাওয়া সমস্ত রুটে পুনরায় ট্রাম অবিলম্বে চালু করা, ট্রামের কোনও সম্পত্তি বিক্রি না করার দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উদ্যোগে কলকাতা জুড়ে লাগাতার স্বাক্ষর সংগ্রহ চলছে। ৮ সেপ্টেম্বর শ্যামবাজার, মানিকতলা, রাসবিহারী মোড়, দেশপ্রিয় পার্ক সহ মহানগরীর বিভিন্ন অঞ্চলে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সর্বত্রই সাধারণ মানুষ ভিড় করে এসে স্বাক্ষর দেন। সংগৃহীত এই সব স্বাক্ষর বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। এস ইউ সি আই (সি)-র কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত না ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করছে, ততদিন আমরা নানা ভাবে এই আন্দোলনকে আরও শক্তিশালী করে গড়ে তুলব। স্বাক্ষর সংগ্রহও চলবে।