দেশের চলমান কৃষক আন্দোলনকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সংগঠিত করে আরও তীব্রতর করে তোলার জন্য ৫ নভেম্বর কলকাতার জর্জ ভবনে সংযুক্ত কিসান মোর্চার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার গঠনের উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এ আই কে কে এম এস, এ আই কে এস সহ মোট পঁচিশটি সংগঠন এই সভায় যোগদান করে। সংযুক্ত কিসান মোর্চার অন্যতম নেতৃত্ব কমরেড হান্নান মোল্লা, এ আই কে কে এম এস- এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সংগঠনের ষোলো জন প্রতিনিধি নিয়ে সংযুক্ত কিসান মোর্চার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার গঠিত হয়। এ আই কে কে এম এস-এর প্রতিনিধি হিসাবে কমরেড গোপাল বিশ্বাস পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন আরও তীব্রতর করে গড়ে তোলার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।