আন্দোলনকারী কৃষকদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প চালাচ্ছে মেডিকেল সার্ভিস সেন্টার। সংগঠনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের ইনচার্জ ডাঃ অংশুমান মিত্রের নেতৃত্বে ডাক্তার মৃদুল সরকার সহ আরও কয়েকজন কলকাতা থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সিংঘু সীমান্তে পৌঁছান। ২ ডিসেম্বর থেকে ক্যাম্প শুরু করেন তাঁরা। সংগঠনের সর্বভারতীয় কমিটির ডাকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে আরও চিকিৎসকরা পৌঁছান। চিকিৎসা শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাঞ্জাবের কৃষক নেতা সর্দার সদবীর সিং, দিলবর সিং এবং অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য ও এ আই কে কে এম এস-এর সর্বভারতীয় সভাপতি সত্যবান এবং বিশিষ্ট সমাজকর্মী প্রতাপ সামল। সিংঘু সীমান্তে, দিল্লি কারনাল হাইওয়েতে মূল ক্যাম্প স্থাপন করে আরও কিছু ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন তাঁরা। ডাঃ মিত্র জানিয়েছেন, ১৫ কিলোমিটার এলাকা জুড়ে কৃষকরা রয়েছেন, সেখানে সাধ্যমতো চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান ঠাণ্ডার জন্য আন্দোলনকারীদের অ্যালার্জি, শ্বাসকষ্ট, চোখ ও ত্বকের নানা সমস্যা দেখা দিচ্ছে। গত দু’দিন ধরে জলের সমস্যাও দেখা যাচ্ছে। বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানুষ নানা দিক থেকে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, যা খুবই অনুপ্রেরণার।