Breaking News

শূন্য পেয়েও এমডি ডাক্তার! প্রতিবাদ এআইডিএসও-র

কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে প্রতিবাদ সভা। ২২ সেপ্টেম্বর ২০২৩

মেডিকেল শিক্ষায় স্পেশালিস্ট ডাক্তার তৈরির এমডি-এমএস-এর মতো কোর্সগুলির প্রবেশিকা পরীক্ষা ‘নিট পিজি’তে ব়্যাঙ্ক করার ন্যূনতম মান কমিয়ে ‘জিরো পার্সেন্টাইল’ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ কোনও পরীক্ষার্থী পরীক্ষায় শুধু বসলেই চলবে, সে এমনকি শূন্য পেলেও তাকে ব়্যাঙ্ক দেওয়া হবে। সেই ছাত্র প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে কোটি কোটি টাকা দিয়ে এমডি-এমএস ডিগ্রি কেনার সুযোগ পাবে। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মানের চূড়ান্ত অবনতি ঘটবে। রোগী পরিষেবা বিপন্ন হয়ে পড়বে।

মেডিকেল শিক্ষার উপর এই ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর এআইডিএসও মেডিকেল ইউনিটের পক্ষ থেকে দুটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য ডাঃ সৌম্যদীপ রায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহসভাপতি ডাঃ সামস মুসাফির। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার আলম।