রাজ্যের তৃণমূল সরকার বিপুল টাকা খরচ করে ২১-২২ নভেম্বর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা শিল্প সম্মেলন করল। অথচ এ রাজ্যেই হাজার হাজার ক্ষুদ্রশিল্প বন্ধ হয়ে যচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, এর অন্যতম কারণ, বিদ্যুতের বিপুল দামবৃদ্ধি। রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন কোম্পানি ক্ষুদ্রশিল্প বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কেভিএ-তে ২০০ টাকা প্রতি মাসে মিনিমাম চার্জ আদায় করছে। এদের আগে কোনও মিনিমাম চার্জ দিতে হত না। এই অত্যধিক চার্জ বৃদ্ধির ফলে গত তিন মাসের মধ্যে কয়েক হাজার ক্ষুদ্রশিল্প বন্ধ হয়েছে। অচিরেই হয়ত আরও কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন জমা দিতে বাধ্য হবেন। বাস্তবে এই বাংলায় ক্ষুদ্রশিল্প ধ্বংস হবে। এদিকে রাজ্য সরকার ক্ষুদ্রশিল্পকে প্রাধান্য দেওয়ার প্রচারে সল্টলেকে দু’দিন ধরে শিল্প সম্মেলন করছে। সরকারি অর্থ এইভাবে খরচ না করে বিদ্যুৎ আইনের ১০৮ ধারা প্রয়োগ করে এই জনবিরোধী ট্যারিফ অর্ডার বাতিল করলে রাজ্যের ক্ষুদ্রশিল্প বেঁচে যেত। সাথে সাথে হাজার হাজার নতুন বেকার সৃষ্টি হত না। তা না করে ক্ষুদ্রশিল্পকে প্রাধান্য দেওয়ার নাম করে এই শিল্প সম্মেলন করা শুধু নিন্দনীয় নয়, ধ্বংসাত্মক।