২৪ জুন এআইডিএসও-র কলকাতা জেলা কমিটির আহ্বানে ভারতবর্ষের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী ও বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় থিওসফিক্যাল সোসাইটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় মূল আলোচনা করেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক ও বর্তমানে এসইউসিআই (সি)-র পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি ও এসইউসিআই (সি)-র কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী, সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়, কলকাতা জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঞ্চলের শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী, মহান মার্ক্সবাদী দার্শনিক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে এআইডিএসওর উদ্যোগে রাজ্যের নানা জায়গায় বুক স্টল হয়। কলকাতার কলেজ স্ট্রিটে ২৩ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসও-র বুকস্টল।