Breaking News

শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবি এস ইউ সি আই (সি)-র

এসএসসি-২০১৬ প্যানেলে মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,

তৃণমূল সরকারের চূড়ান্ত দুর্নীতির জন্যই চাকরি নিয়ে এই সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপির ভূমিকাও অত্যন্ত ন্যক্কারজনক। তারাও নানাভাবে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। অথচ সুপ্রিম কোর্টের যে কার্যকরী ভূমিকা নিয়ে আন্দোলনকারীদের সাহায্য করার দরকার ছিল, তা তারা করছে না।

এই প্যানেলে যাঁরা স্বচ্ছতার সাথে যোগ্যতা প্রমাণ করে উত্তীর্ণ হয়েছেন ও নিয়োগ পেয়েছেন তাঁদের চাকরি বাতিল হয়ে যাওয়া কোনও মতেই সমর্থন করা যায় না। দুর্নীতির সাথে যুক্ত থেকে যাঁরা অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছেন তাঁদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের পরিবর্তে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করার জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি করছি।