১৫ মে বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে ব্যাপক পুলিশি অত্যাচারের প্রতিবাদে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ১৭ মে রাজ্যব্যাপী স্কুল ছাত্রছাত্রীদের মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং কলকাতার করুণাময়ী মোড় ও দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে স্কুল ছাত্রদের নিয়ে প্রতিবাদী গান কবিতা সহ মিছিল আয়োজন করা হয়। করুণাময়ী মোড়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদী গান কবিতা ও মিছিলে অংশগ্রহণ করে।
রাসবিহারী মোড়ে সমবেত স্কুল ছাত্রছাত্রীরা গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানায়। অবিলম্বে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানো, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দেওয়া, সমস্ত স্কুলের শূন্যপদে শিক্ষক নিয়োগ, স্কুল বন্ধ করার চক্রান্ত ব্যর্থ করার দাবি সহ নানা প্ল্যাকার্ড সহযোগে স্কুল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে করুণাময়ী মোড় থেকে পদযাত্রা করে বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের অবস্থান মঞ্চে উপস্থিত হয় এবং সেখানে শিক্ষকেরা তাদের ক্লাস নেন। সেখানে নৈতিকতার পাঠ দান করা হয়। ব্যারাকপুর, মেদিনীপুর, কোচবিহার, দার্জিলিং, মুর্শিদাবাদ, জয়নগর, পুরুলিয়া, পাঁশকুড়া, বেলদা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্কুল ছাত্রছাত্রীদের মিছিল ও প্রতিবাদী কর্মসূচি হয়।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪১ সংখ্যা ২৩ – ২৯ মে ২০২৫ এ প্রকাশিত