Breaking News

শহিদ স্মরণে হাইলাকান্দিতে কিশোরদের মিছিল

আসামে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমসোমলের যৌথ উদ্যোগে ১৯-২১ জুলাই হাইলাকান্দি শহরের হরকিশোর হাইস্কুলে তিনদিনের একটি শিক্ষা ও সাংস্কৃতিক শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরের উদ্বোধন করেন এস ইউ সি আই (সি)-র রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণাংশু ভট্টাচার্য। বিভিন্ন অধিবেশনে কমসোমলের লক্ষ্য ও উদ্দেশ্য, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দলের রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী, অজয় আচার্য ও ময়ূখ ভট্টাচার্য।

শিবিরের তৃতীয় দিন সকালে ভাষা শহিদ স্মারক গার্ড অব অনার প্রদর্শন করা হয়। ১৯৮৬ সালে আসাম সরকার ভাষিক সংখ্যালঘুদের ওপর জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার যে সার্কুলার জারি করে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এ ছাড়াও শিবিরে শরীর চর্চা, খেলাধূলা ও নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমা দেখানো হয়।