১৯৯৮ সালের ২৯ মে সিপিআইএম আশ্রিত ঘাতকবাহিনী প্রকাশ্য দিবালকে এস ইউ সি আই (সি) দলের পূর্বতন নদীয়া জেলা কমিটির অন্যতম সদস্য ও এলাকার গরিব মানুষের আন্দোলনের নেতা কমরেড আব্দুল ওদুদকে নৃশংস ভাবে হত্যা করে। শহিদ কমরেড আব্দুল ওদুদের ২৫তম মৃত্যুবার্ষির্কী উপলক্ষে এই বছর ২৯ মে তাঁর স্মরণে সভা অনুষ্ঠিত হয় নদিয়ার বারুইপাড়া বাজারে।
স্মরণসভায় কমরেড আব্দুল ওদুদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহিদ আব্দুল ওদুদ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদিকা কমরেড ইসমত আরা খাতুন, দলের নদিয়া উত্তর জেলা সম্পাদক কমরেড মহিউদ্দিন মান্নান। প্রধান বক্তা এস ইউ সি আই (সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাশগুপ্ত কমরেড ওদুদের জীবনসংগ্রাম নিয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন শহিদ আবদুল ওদুদ স্মৃতিভবন রক্ষা কমিটির সভাপতি কমরেড এম রহমতুল্লাহ সেখ।