শরৎচন্দ্র জন্মজয়ন্তী পালন বুদ্ধিজীবী মঞ্চের

 শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর ‘রামমোহন বিদ্যাসাগর মধুসূদনের নবচেতনার ধারায় শরৎচন্দ্রের সাহিত্যকর্ম এবং বর্তমান সময়’ বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। আলোচনা করেন মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী, শিক্ষাবিদ মীরাতুন নাহার, ডাঃ তরুণ মণ্ডল। অনুষ্ঠানের সভাপতিও বিষয়টির উপর আলোচনা করেন। মঞ্চের অন্যতম সংগঠক বিজয়া মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

আবৃত্তি পরিবেশন করেন রণেন ধাড়া, রূপশ্রী কাহালী ও সাইফুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন গার্গী দাসবক্সী, আশিস বসু ও সোমা ভট্টাচার্য। সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক তরুণকান্তি নস্কর।