ইহুদিবাদী রাষ্ট্র ইজরায়েলের জেনিন শরণার্থী শিবিরে বর্বর আক্রমণের তীব্র নিন্দা করে এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৪ জুলাই এক বিবৃতিতে বলেন,
আমেরিকার মদতপুষ্ট ইহুদিবাদী রাষ্ট্র ইজরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে যে নৃশংস এবং বর্তমান সময়ের সবচেয়ে বর্বর আক্রমণ করেছে আমরা তার তীব্র নিন্দা করছি। জেনিন শরণার্থী শিবির ১৯৫০ এর দশকে ওয়েস্ট ব্যাঙ্কের এক প্রান্তে গড়ে ওঠে এবং প্রায় ১১ হাজার গৃহহীন প্যালেস্টিনীয় সেখানে আশ্রয় নেন। ইজরায়েলের এই আক্রমণে শিশু সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর ভাবে আহত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও কিশোর-কিশোরী। গত এক বছরে প্রায় ১৩৩ জন প্যালেস্টিনীয় মানুষের মৃত্যু হয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায়। ইজরায়েলি সৈন্য ওই এলাকায় বিগত এক বছর ধরে ক্রমাগত আক্রমণ বাড়িয়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এই ভয়ঙ্কর আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে ইজরায়েলের দখল করা প্যালেস্টাইন অঞ্চলের বাসিন্দাদের যন্ত্রণা আরও শোচনীয় করে তুলছে। আমরা বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, ইজরায়েলের নির্মম অত্যাচারের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন এবং বিশ্ব জনমতের চাপে ইজরায়েলকে প্যালেস্টাইনের জনগণের উপর আক্রমণ বন্ধ করতে বাধ্য করুন।