শ্রমিক মুক্তি আন্দোলনের মহান শিক্ষক, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার কমরেড লেনিন মৃত্যুশতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে ৩০ ডিসেম্বর কলকাতার থিওসফিক্যাল সোসাইটি হলে এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ‘শ্রমিকমুক্তি আন্দোলন ও লেনিন’ শীর্ষক আলোচনা সভা হয়। শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্তার সভাপতিত্বে এই সভায় উদ্যোক্তা সংগঠনটি ছাড়াও সিআইটিইউ নেতা কমরেড সোমনাথ ভট্টাচার্য, এআইটিইউসি নেতা কমরেড সুবীর মুখার্জী, এআইসিসিটিইউ-র নেতা কমরেড অতনু চক্রবর্তী, ইউটিইউসি-র নেতা কমরেড অশোক ঘোষ এবং টিইউসিসি নেতা দেবব্রত চক্রবর্তী বক্তব্য রাখেন।
বক্তারা লেনিনের শিক্ষা অনুযায়ী ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এআইইউটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত তাঁর বক্তব্যে লেনিনের শিক্ষা অনুযায়ী ট্রেড ইউনিয়ন আন্দোলনকে অর্থনীতিবাদ থেকে মুক্ত রেখে শ্রমিকদের মধ্যে শ্রেণিচেতনা গড়ে তোলার উপরে জোর দেন। শুধু শ্রমিক শ্রেণির স্বতঃস্ফূর্ততার উপরে ভরসা নয়, যথার্থ বিপ্লবী দলের প্রয়োজনীয়তা এবং সমাজমুক্তি আন্দোলনে শ্রমিক শ্রেণির নেতৃত্বদানকারী ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে মহান লেনিনের প্রজ্ঞাদীপ্ত অবদানের কথাও তিনি বলেন। বর্তমান সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগে লেনিনবাদই হচ্ছে মার্কসবাদ– মহান স্ট্যালিনের এই বিজ্ঞানসম্মত মূল্যায়ন তিনি সবিস্তারে আলোচনা করেন। তিনি উপস্থিত সকলের প্রতি লেনিনের শিক্ষার ভিত্তিতে ঐক্য-সংগ্রাম-ঐক্যের নীতি অনুযায়ী ঐক্যবদ্ধ ও জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।