রেলে ৮০ হাজার পদ বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ আই ইউ টি ইউ সি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত এর তীব্র প্রতিবাদ জানিয়ে ১ জুন এক বিবৃতিতে বলেন, শুধু চিহ্নিত ৮০ হাজার পদই নয়, ‘নন সেফটি’ ক্যাটেগরির প্রায় সমস্ত পদ সহ সব স্তরেই বিপুল সংখ্যক পদ অচিরেই তুলে দেওয়া হবে। কিছু কিছু বিভাগের অধিকাংশটাই বিলুপ্ত হতে পারে। রেল শিল্প এতবড় আক্রমণের সামনে এর আগে পড়েনি। তিনি বলেন, ট্রেন ও স্টেশনের সংখ্যা, যাত্রী সংখ্যা, মালগাড়ি ও মাল পরিবহণের পরিমাণ বিপুলভাবে বাড়ালেও রেলে সাড়ে বাইশ লাখ কর্মচারীর সংখ্যা এখন কমে ১২ লক্ষে দাঁড়িয়েছে। এমনকি স্টেশন মাস্টার, রেল কো-পাইলট, গার্ডের মতো অত্যন্ত প্রয়োজনীয় কর্মীর অভাব সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। যাত্রী এবং কর্মচারী উভয়ের ক্ষেত্রেই এটা অত্যন্ত বিপজ্জনক। রেল বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একচেটিয়া মালিকদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে বিজেপি সরকার কংগ্রেসের থেকেও বেশি আগ্রাসী হয়ে বেসরকারিকরণের পথে যাচ্ছে।
এর ফলে রেলের কর্মী এবং সাধারণ মানুষ উভয়ের জীবন-জীবিকার উপর মারাত্মক আঘাত আসবে। কর্মসংস্থান কমবে, রেল কর্মচারীদের কাজের বোঝা বাড়বে, সর্বোপরি রেলের সামাজিক দায়িত্ব পুরোপুরি বিলুপ্ত হবে, রেল ভাড়া ও পণ্য মাশুল ব্যাপক হারে বাড়ার ফলে সব জিনিসের দাম বাড়বে। কমরেড শঙ্কর দাশগুপ্ত দল নির্বিশেষে সমস্ত রেলকর্মচারী ও সাধারণ মানুষকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।