এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৭ এপ্রিল এক বিবৃতিতে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট উগ্র ইহুদিবাদী ইজরায়েল যে বর্বরতায় দক্ষিণ গাজার রাফা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার নিন্দার উপযুক্ত ভাষা নেই। প্রায় ৩ লক্ষ প্যালেস্টিনীয়র বাস ছিল এই শহরটিতে। রাফার বসতি এলাকার ৯০ শতাংশ তথা ১২ হাজার বর্গমিটার অঞ্চল জুড়ে ইজরায়েল যে ভাবে ধ্বংসলীলা চালিয়েছে, তাকে বর্তমান সময়ের গণহত্যা ও জাতি নির্মূলকরণের ভয়ঙ্করতম উদাহরণ হিসাবে চিহ্নিত করা যায়। শহরটির নিকাশি ব্যবস্থার ৮৫ শতাংশই ধ্বংস করা হয়েছে, যার পরিণামে রোগ ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। রাফার ১২টি স্বাস্থ্যকেন্দ্রের কোনওটিই চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো অবস্থায় নেই। ইজরায়েলি বাহিনী যে অ্যাম্বুলেন্সের উপরেও হামলা চালিয়েছে, মৃত মানুষের কাছ থেকে পাওয়া ফোনের ফুটেজ তার সাক্ষ্য দিচ্ছে। রাফার আটটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ১০০টি মসজিদ হয় ধ্বংস হয়েছে, নয় তো ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাফার ২৪টি পানীয় জলের কূপের মধ্যে ২২টিই ধ্বংস করেছে ইজরায়েলি বাহিনী। পরিণামে লক্ষ লক্ষ প্যালেস্টিনীয় পানীয় জল পাচ্ছেন না।
এই একমেরু বিশ্বে, দুনিয়াজোড়া প্রতিবাদ এমনকি রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ উপেক্ষা করে নৃশংসতম সাম্রাজ্যবাদী শক্তিটির সর্বাত্মক সামরিক ও কূটনৈতিক সাহায্যে বলীয়ান একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র নিজের দখলদারি বাড়িয়ে নিতে গায়ের জোরে কী ভাবে অন্য দেশের ভূখণ্ডে আগ্রাসন চালাতে পারে ও নির্বিকারে গণহত্যায় মাততে পারে, এই বর্বরতা তার সাক্ষ্য বহন করছে। বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী শান্তিপ্রিয় মানুষকে আজ শুধু পরোক্ষ প্রতিবাদী হিসাবে নিজের ভূমিকা পালন করলে চলবে না, বিশ্ব জুড়ে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তাকে প্রত্যক্ষভাবে পথে নামতে হবে। শক্তিশালী সমাজতান্ত্রিক শিবিরের অনুপস্থিতিতে একমাত্র এই পথেই এই পাশবিক শক্তির রক্তপিপাসা প্রতিরোধ করা যেতে পারে। সর্বশক্তি দিয়ে অতি প্রয়োজনীয় এই আন্দোলনে এগিয়ে আসার জন্য এসইউসিআই(সি)-র পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।