রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকারের এ বছরের বাজেটে ১০ লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষকদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালেও তা কেন্দ্রীয় সরকারের তুলনায় ৩৫ শতাংশ কম। কর্মহীন বেকার যুবকদের কর্মসংস্থানের কোনও দিশা নেই।
প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে বিজনেস সামিট হয়, কিন্তু কল-কারখানা খোলা হয় না, চাকরির সুযোগ সৃষ্টি হয় না। নদী বাঁধ মেরামতের দাবিতে সুন্দরবনের মানুষ দীর্ঘদিন আন্দোলন করছেন। গালভরা ‘নদী বন্ধন’ প্রকল্প করে মাত্র ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তাতে কতটুকু বাঁধ সংস্কার হবে? নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য পেট্রোল-ডিজেলের উপর সেস প্রত্যাহার করা হয়নি। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি হয়েছে, কিন্তু এই প্র্রকল্পের যে ব্যাপক দুর্নীতি হয় তাতে সত্যিই যাঁদের বাড়ি নেই তাঁরা বঞ্চিত হন। মদ ও লটারির প্রসার যা সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করছে তা হ্রাসের ব্যবস্থা নেই। চা-শ্রমিকদের ন্যূনতম মজুরির ঘোষণার কথা বারবার হলেও তা করা হয়নি। এই বাজেটে চমক দেওয়ার চেষ্টা আছে, কিন্তু সাধারণ মানুষের মূল সমস্যার সমাধানে কোনও প্রস্তাব নেই।