Breaking News

রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপন এআইডিএসও-র

কলকাতায় প্রতিষ্ঠাদিবস উপলক্ষে মিছিল

তীব্রতর করার আহ্বান জানিয়ে ২৮ ডিসেম্বর রাজ্যে রাজ্যে পালিত হল এআইডিএসও-র ৭০তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে রক্তপতাকা উত্তোলন করেন সর্বভারতীয় কমিটির সহ সভাপতি কমরেড মৃদুল সরকার। শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমরেড মৃদুল সরকার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সামসুল আলম, চন্দন সাঁতরা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সহ রাজ্য নেতৃবৃন্দ। এ দিন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শিক্ষাবিরোধী নীতিগুলির প্রতিবাদে সর্বত্র মিছিল, আলোচনা সভা, সমাবেশ হয়। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয়। কলেজ স্ট্রিটে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়।

প্রতাপগড়, উত্তরপ্রদেশ

শিলিগুড়ি শহরে মিছিল ও বাঘাযতীন পার্কে প্রকাশ্য সভা হয়। কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের বেলদা, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় ও ক্যানিং সাংগঠনিক জেলায় প্রতিবাদ সভা, মিছিল, বুকস্টল হয়। দিল্লি সহ প্রায় সব রাজ্যেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালিত হয়।

দিল্লি