Breaking News

রাজ্যে রাজ্যে কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা

ত্রিপুরা

 

ত্রিপুরা : এস ইউ সি আই (সি) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এ যুগের অগ্রণী মার্কসবাদী দার্শনিক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ আগস্ট আগরতলার যক্ষ্মা নিবারণী সমিতি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে সভার সূচনা হয়৷ কমরেড শিবদাস ঘোষ স্মরণে সঙ্গীত পরিবেশনের পর সভার সভাপতি, দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে, রাজ্যে বিজেপি সরকার সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের কায়দায় বিরোধীদের শূন্য করে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় সব আসনই যেভাবে দখল করেছে তার তীব্র সমালোচনা করেন৷ প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস৷ তিনি এস ইউ সি আই (সি) দল প্রতিষ্ঠার ঐতিহাসিক কারণ তুলে ধরে দলকে শক্তিশালী করার আহ্বান জানান৷

কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘকাল কেন্দ্রের কংগ্রেস সরকার কাশ্মীরে জনগণের আশা আকাঙক্ষা পূরণ করার পরিবর্তে তাঁদের উপর দমন পীড়ন করেছে৷ তারই সুযোগ নিয়ে পাকিস্তানের সহযোগিতায় কাশ্মীরে পৃথকাবাদের জন্ম হয়েছে৷ বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার ৩৭০ ধারা বাতিল করে এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার খর্ব করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে৷ আসামে এনআরসি–র নামে প্রায় ৪৩ লক্ষ মানুষের অনিশ্চিত জীবনের বর্ণনা তুলে ধরেন তিনি৷ সর্বশেষে তিনি পুঁজিবাদের শাসন ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান৷

ওড়িশা

ওড়িশা : কটক শহরে শহিদ ভবনে ৫ আগস্ট মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়৷ মাল্যদান এবং শিবদাস ঘোষ স্মরণে সঙ্গীত পরিবেশনের পর ৫ আগস্টের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কমরেড উদ্ধব জেনা৷ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ৷ ওড়িশায় সংগঠন বিস্তারের ক্ষেত্রে কমরেড শিবদাস ঘোষের অনন্য ভূমিকার দিকটি তিনি তুলে ধরেন৷ সভাপতি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ওড়িশা রাজ্য সম্পাদক কমরেড ধূর্জটি দাস৷ রাজ্যের বিজেডি সরকার বিজেপি এবং কংগ্রেস থেকে সমদূরত্বের স্লোগান তুলে বাস্তবে যেভাবে কংগ্রেস ও বিজেপির জনবিরোধী নীতিগুলি রাজ্যে কার্যকর করছে তা তুলে ধরে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি৷

ছত্তিশগড়

ছত্তিশগড় : ৫ আগস্ট কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল ছত্তিশগড়ের দুরগে৷ এসইউসিআই (কমিউনিস্ট)–এর ছত্তিশগড় রাজ্য কমিটি আহুত এই সভায় মূল বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য কমরেড গোপাল কুণ্ডু৷ উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ হাড়োরে৷ সমাবেশে দুরগ, রায়পুর, ধমতরী, কাঁকোড়, বিলাসপুর ইত্যাদি জেলা থেকে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন৷

রাজস্থান

রাজস্থান : ৫ আগস্ট, রাজস্থানের জয়পুরে কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড সত্যবান৷ সভাপতিত্ব করেন কমরেড আর ডি চৌধুরী৷ কমরেড সত্যবান বলেন, খেটে–খাওয়া মানুষের জীবনে পরিবর্তন ভোটের মাধ্যমে সরকার পাল্টে হবে না, পরিবর্তন আসবে কেবলমাত্র পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে৷

উত্তরাখণ্ড

 

মধ্যপ্রদেশ

(গণদাবী : ৭২ বর্ষ ৩ সংখ্যা)