Breaking News

রাজ্যে রাজ্যে কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস উদযাপন

ত্রিপুরা : এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী চিন্তানায়ক, এসইউসিআই (কমিউনিস্ট)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ আগস্ট আগরতলার যক্ষ্মা নিবারণী সমিতি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ সভার সভাপতি, দলের রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল জনবিরোধী নীতি এবং এন আর সি–র নামে দেশের প্রকৃত নাগরিকদের বিদেশি বানানোর চক্রান্তের বিরুদ্ধে গণআন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান৷

ত্রিপুরা

প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু বলেন, বিজেপি জনজীবনের মূল সমস্যা সমাধান করার পরিবর্তে ক্ষমতায় টিকে থাকতে উদার মানবপ্রেমিক চৈতন্য–রামকৃষ্ণ–বিবেকানন্দের হিন্দুত্বকে নস্যাৎ করে ধর্মের নামে, জাত–পাত, প্রাদেশিকতার উগ্র বিদ্বেষের মাধ্যমে জনগণকে বিভাজন করছে৷ বিজেপি–র এই জনবিরোধী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাম ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন৷ কিন্তু সিপিআই, সিপিআই (এম) সেই পথে না গিয়ে পরিষদীয় রাজনীতিতে টিকে থাকতে পুঁজিপতিদের আরেক বিশ্বস্ত দল ছদ্ম সেকুলার কংগ্রেসকে জনগণের বন্ধু সাজিয়ে গাঁটছড়া বাঁধছে৷

তিনি উপস্থিত কর্মী–সমর্থকদের কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ব্যাপক চর্চার মাধ্যমে বিপ্লবী সংগ্রামে এগিয়ে চলার আহ্বান জানান৷

রাজস্থান

রাজস্থান : ৫ আগস্ট লুনিয়াবাসে জয়পুর জেলার কর্মী–সমর্থকরা মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস পালন করেন৷ সভাপতিত্ব করেন কমরেড নীত রাম এবং বক্তব্য রাখেন রাজস্থান রাজ্য কনভেনর কমরেড আর ডি চৌধুরী৷ সভায় ডি ওয়াই ও–র রাজ্য আহ্বায়ক কমরেড কুলদীপ সিং কমরেড শিবদাস ঘোষের প্রতি কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধার্ঘ্য  (১৯৭৬ সালের) পাঠ করেন৷

কমরেড চৌধুরী কমরেড শিবদাস ঘোষের জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন৷ লুনিয়াবাসে পানীয় জলের সমস্যা সমাধানে এআইএমএসএস  এবং এআইডিএসও–র আন্দোলন জয়যুক্ত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বুর্জোয়া দলগুলির ভোটের প্রচারে বিভ্রান্ত হবেন না৷

তেলেঙ্গানা

তেলেঙ্গানা : ৫ আগস্ট হায়দরাবাদের খৈরতাবাদে আম্বেদকর ভবনে কমরেড শিবদাস ঘোষের ৪২তম প্রয়াণ দিবসে জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন তেলেঙ্গানা রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য কমরেড সি এইচ প্রমীলা৷ প্রধান বক্তা ছিলেন অন্ধ্রপ্রদেশ–তেলেঙ্গানা রাজ্য ইনচার্জ দলের স্টাফ সদস্য কমরেড কে শ্রীধর৷ পুঁজিবাদী শাসন ব্যবস্থা কীভাবে জনজীবনকে বিপর্যস্ত করছে কমরেড শ্রীধর তা উল্লেখ করে কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে পুঁজিবাদ বিরোধী আন্দোলন তীব্র করার আহ্বান জানান৷ নাগরিক পঞ্জির নামে আসামে ৪০ লক্ষ ভারতীয়ের নাগরিক অধিকার হরণের চক্রান্তের জন্য তিনি বিজেপি সরকারের তীব্র নিন্দা করেন৷ এ ছাড়া বক্তব্য রাখেন রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য কমরেড সি এইচ মুরাহরি৷

দিল্লি : রাজধানী দিল্লির বুকে অনুষ্ঠিত হল এ যুগের অন্যতম অগ্রগণ্য মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ স্মরণ সভা৷ ৬ আগস্ট গান্ধী পিস ফাউন্ডেশন হলে আয়োজিত ওই সভায় প্রধান বক্তা ছিলেন দলের

দিল্লি

কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর সাহা, সভাপতিত্ব করেন দিল্লি রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড প্রাণ শর্মা৷

ওড়িশা : ৭ আগস্ট ওড়িশার ভুবনেশ্বরে মহান নেতা কমরেড শিবদাস ঘোষের ৪২তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদক কমরেড ধূর্জটি দাস৷ সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কমরেড বিষ্ণু দাস৷ প্রধান বক্তা দলের ঝাড়খণ্ড রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড রবীন সমাজপতি এস ইউ সি আই (সি) দল গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজনীয়তা এবং বর্তমান পরিস্থিতিতে এস ইউ সি আই (সি)কে শক্তিশালী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন৷ তিনি দেখান, কেন পুঁজিবাদ জনজীবনের সমস্যা সমাধান করতে পারে না৷ প্রবল বৃষ্টির মধ্যেও কৃষক–শ্রমিক–ছাত্র-যুবক-মহিলা-বুদ্ধিজীবী অংশের বহু মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন৷ আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়৷

লখনউ : ৬ আগস্ট উত্তরপ্রদেশের লখনউ–এ সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড পুষ্পেন্দ্র৷ প্রধান বক্তা ছিলেন দলের বিহার রাজ্য কমিটির সম্পাদক কমরেড অরুণ কুমার সিং৷ এ ছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেডস বেচন আলি, বিজয়পাল সিং, স্বপন চ্যাটার্জী প্রমুখ৷

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড : ৯ আগস্ট শ্রীনগর গাড়োয়ালের রিটায়ার্ড অ্যাসোসিয়েশন হলে কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ মাল্যদান করেন ডিএসও–র নগর সভাপতি কমরেড রেশমা, এমএসএস–এর কমরেড বিজেতা৷ চিলড্রেন্স ক্লাবের পক্ষে মাল্যদান করেন কমরেড মনীষা৷ ডিএসও–র সঙ্গীতগোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে৷ এই রাজ্যে এসইউসিআই(সি)–র কর্মকাণ্ডের বিস্তৃতি খুব বেশি দিনের নয়৷ কমরেড শিবদাস ঘোষের চিন্তা যতটুকু পৌঁছানো গেছে, মানুষকে তা চুম্বকের মতো আকর্ষণ করছে৷ প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা, শিক্ষক, ছাত্র, যুবক, মহিলা সহ নানা অংশের মানুষ এদিনের সভায় যোগ দেন৷ দলের রাজ্য কো–র্ডিনেটর  কমরেড মুকেশ সেমওয়াল বক্তব্য রাখেন৷ প্রধান বক্তা দলের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল কমরেড শিবদাস ঘোষের বৈপ্লবিক শিক্ষা তুলে ধরেন৷

ছত্তিশগড়

ছত্তিশগড় : ভারতের একমাত্র সাম্যবাদী দল এসইউসিআই(সি)–র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয় ৫ আগস্ট ছত্তিশগড়ের দুরগ–এ৷ প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গোপাল কুণ্ডু৷ এছাড়াও বক্তব্য রাখেন ছত্তিশগড় রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ হারোডে৷ সভাপতিত্ব করেন জেলা সম্পাদক কমরেড আত্মারাম সাহু৷

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ : মহান নেতার স্মরণ দিবস ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় মধ্যপ্রদেশের ইন্দোরে৷ রাজ্যের ১২টি জেলা থেকে দলের কর্মী–সমর্থক–দরদিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ প্রধান বক্তা ছিলেন পার্টির ওড়িশা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শংকর দাশগুপ্ত৷ এছাড়াও বক্তব্য রাখেন মধ্যপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড প্রতাপ সামল৷ সভাপতিত্ব করেন রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড প্রদীপ আর বি৷

(৭১ বর্ষ ৪ সংখ্যা ২৪ আগস্ট, ২০১৮)