Breaking News

রাজ্যে চার বছরের ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত, প্রতিবাদ এস ইউ সি আই (সি)–র

এ রাজ্যে স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালু সহ জাতীয় শিক্ষানীতি-২০২০ কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ মার্চ এক বিবৃতিতে বলেন,

নয়া জাতীয় শিক্ষানীতিতে কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী চার বছরের ডিগ্রি কোর্সের যে ব্যবস্থা আছে তা কার্যকর করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার একান্ত অনুগতের মতো কেন্দ্রীয় শিক্ষানীতিই চালু করল৷ চার বছরের ডিগ্রি কোর্স, কোর্স অ্যান্ড ক্রেডিট সিস্টেম, মাল্টিপল এন্ট্রি ও এক্সিট, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট প্রভৃতি চালু করার কথা এই নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে৷ এর ফলে চূডান্ত বিশৃঙ্খল এ রাজ্যের শিক্ষাব্যবস্থায় ছাত্রছাত্রীদের যতটুকু শিক্ষা পাওয়ার সুযোগ ছিল তাও ধ্বংসপ্রাপ্ত হবে৷

এর ফলে ডিগ্রি পেতে তিন বছরের পরিবর্তে চার বছর লাগবে, শিক্ষার খরচ ও ড্রপ আউট বাডবে৷ উপরন্তু চার বছরের জন্য যে অতিরিক্ত শিক্ষক ও পরিকাঠামো লাগবে তা কলেজগুলির নেই৷ ফলে আরও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে৷ এই সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত না নিয়ে শিক্ষার স্বাধিকারের উপরেও হস্তক্ষেপ করেছে৷ আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি৷