রাজ্যে স্কুল সার্ভিস কমিশনে অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষায় চরম দুর্নীতির প্রতিবাদে পথে নামল অল ইন্ডিয়া ডি ওয়াই ও। সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মলয় পাল ১৯ নভেম্বর এক বিবৃতিতে বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাটমানির অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। সেই অভিযোগের সত্যতা আবারও প্রমাণিত হল হাইকোর্টের তিরস্কারে।
সংবাদে প্রকাশ, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছে তাদের সুপারিশে যারা গত এক বছরেরও বেশি সময় ধরে সবেতন চাকরি করছে, তাদের নিয়োগের কোনও তথ্য কমিশনের কাছে নেই। সংখ্যাটি এই মুহূর্তে ২৫ জন। মলয় পাল বলেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ব্যাপম কেলেঙ্কারির মতো ঘটনা। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। এই দাবিতে ২০ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের বেলদাতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
মিছিল কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল, রাজ্য নেতৃত্ব সুকান্ত সিকদার, জেলা সম্পাদক সুশান্ত পানিগ্রাহী, অনিন্দিতা জানা সহ আরও অনেকে। পেট্রোপণ্যের মূল্য না কমিয়ে মদের দাম কমানোর বিরুদ্ধেও সোচ্চার হয় মিছিল। কৃষি আইন প্রত্যাহারে কৃষক আন্দোলনের জয়কে কুর্ণিশ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।