70 Year 33 Issue 6 April, 2018
বালিগঞ্জ–কসবা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ২৫ মার্চ কসবা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রথীন্দ্রনাথ ভট্টাচার্য স্মারক বত্তৃণতা৷ আলোচ্য বিষয়– ‘প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা–অতিরঞ্জন বনাম বাস্তবতা’৷ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’–র সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ সৌমিত্র ব্যানার্জী৷ অধ্যাপক ব্যানার্জী তাঁর বক্তব্যে প্রাক বৈদিক যুগ, বৈদিক যুগ ও বেদ–পরবর্তী সময়ে বিজ্ঞানের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ কিন্তু বর্তমান শাসক শ্রেণি প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার এই দিকটির যথাযথ মূল্যায়নের পরিবর্তে অতিরঞ্জন, আজগুবি প্রচার ও ইতিহাসের বিকৃতি ঘটিয়ে ধর্মান্ধতা, উগ্রতা ও সাম্প্রদায়িক বাতাবরণের সৃষ্টি করছে৷ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রথীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুজ–প্রতিম ও এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য দেবাশিস রায় তাঁর প্রারম্ভিক বক্তব্যে বর্তমান সময়ে এই ধরনের আলোচনার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন৷ বক্তব্য রাখেন আয়োজক সংস্থা রথীন্দ্রনাথ ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির সদস্য শুভঙ্কর ঠাকুর ও ডাঃ নূপুর নন্দী৷ সভাপতিত্ব করেন অধ্যাপক ডঃ অনীশ রায়৷