রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উপযুক্ত পরিকাঠামোর দাবিতে বিক্ষোভ

পুরুলিয়ায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো, বহির্বিভাগে যথাসময়ে চিকিৎসক উপস্থিত থাকা, সিটি স্ক্যান ও ল্যাপরোস্কপি অপারেশন থিয়েটার চালু, হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের সাথে নির্দিষ্ট সময়ে ডাক্তারের সাক্ষাৎ করানো, ওষুধ সরবরাহ বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবিতে ১৩ সেপ্টেম্বর এস ইউ সি আই (সি) রঘুনাথপুর লোকাল কমিটির পক্ষ থেকে সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে নতুন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল হাসপাতালের গেট পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সভার পর এক প্রতিনিধিদল সুপারের কাছে ডেপুটেশন দেয়। হাসপাতালের সুপার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত ও যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির সম্পাদিকা কমরেড বন্দনা ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।