Breaking News

যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদকে শান্তি স্থাপনকারীর ভূমিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হল কেন

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ মে এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সংবাদ উভয় দেশের জনগণকেই স্বস্তি দিয়েছে। কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন হল, দুই দেশ বিষয়টি নিজেদের মধ্যে নিষ্পত্তি না করে কেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ, যারা প্যালেস্টাইনকে ধবংসের উদ্দেশ্যে হাজার হাজার মানুষকে হত্যা করতে ইহুদিবাদী ইজরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করছে, তাদের ভারত-পাক যুদ্ধে শান্তিস্থাপনকারীর ভূমিকায় অবতীর্ণ হতে দিল?

যুদ্ধে শুধু সম্পত্তিহানি হয় তাই নয়, বহু সংখ্যক মানুষ ও শিশুর প্রাণহানি ঘটে, এ বারও তা ঘটেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, তা হল, যে সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃংশস ভাবে খুন করল, আজও তারা কেউ ধরা পড়েনি এবং শাস্তিও পায়নি। এর আগেও ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক বার যুদ্ধ হয়েছে, সার্জিকাল স্ট্রাইকও হয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের অবসান ঘটেনি। এ বার যে মিলিটারি স্ট্রাইক হল, তাতে কী নিশ্চয়তা আছে যে সন্ত্রাসবাদ স্থায়ী ভাবে নির্মূল হবে? দুই দেশের শাসক কায়েমী স্বার্থবাদীরা চায় দুই দেশের মধ্যে বিরোধ ও যুদ্ধ-উত্তেজনা বাড়ুক। কিন্তু সাধারণ মানুষ, যারা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তারা তা চায় না। আমরা উভয় দেশের জনগণের কাছে আবেদন জানাচ্ছি, সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে এবং যুদ্ধ-ষড়যন্তে্রর বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তুলুন।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত