কলকাতায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী ২৫ সেপ্টেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন,
কলকাতায় ডেঙ্গু-ম্যালেরিয়া মহামারীর আকার ধারণ করেছে। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। সরকারি মতে এখনই প্রায় ৪০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত। অথচ যেভাবে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে স্বাস্থ্যদপ্তর ও করপোরেশন/মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা না করে রাজ্য সরকার তথ্য গোপন করে সমস্যাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। এর ফলে রোগের আক্রমণ আরও ছড়িয়ে পড়ছে। আমরা এই গড়িমসির তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এই দাবিতে আমরা ২৭-২৯ সেপ্টেম্বর বরো“মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন এবং ৩ অক্টোবর কলকাতা করপোরেশন অভিযানের ডাক দিয়েছি। এই কর্মসূচিগুলিকে সফল করার জন্য নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি।