কেশিয়াড়ি : মোটরভ্যানের স্থায়ী সরকারি লাইসেন্স প্রদান, দুর্ঘটনাজনিত বিমা চালু, চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে ২১ জুলাই সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের কেশিয়াড়ি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরে৷ উপস্থিত ছিলেন শতাধিক চালক৷ জেলা সম্পাদক রবিশঙ্কর রাউল বলেন, ২০০৫ সাল থেকে মোটরভ্যান চালকেরা স্থায়ী সরকারি লাইসেন্সের দাবি করে আসছেন৷ বহু আন্দোলনের ফলে সরকার অস্থায়ী পরিচয় নম্বর দিলেও তা সংখ্যায় অনেক কম৷ উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য জগদীশ শাসমল, এআইইউটিইউসি জেলা কমিটির সদস্য পূর্ণচন্দ্র বেরা৷ আশিস রানাকে সম্পাদক, স্বপন রানাকে সহ সম্পাদক করে ১৮ জনের ব্লক কমিটি গঠিত হয়৷
বাদুড়িয়া : উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায় মোটরভ্যান চালকদের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ চালক পলাশ হাজারির সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সম্পাদক জয়ন্ত সাহা, উপদেষ্টা পিয়ার আলি, সহ সভাপতি অজয় বাইন, আহ্বায়ক নিতাই পাল, কৃষক নেতা দাউদ গাজি প্রমুখ৷ সম্মেলন থেকে ১৫ জনের কমিটি গঠিত হয়৷