প্রশাসনিক বাধা বন্ধ, লাইসেন্স, পরিবহণ শ্রমিকের স্বীকৃতি সহ সাত দফা দাবিতে ১৫ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরি মাঠে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে আয়োজিত হল সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পঞ্চম রাজ্য সম্মেলন। রাজ্যের ২১টি জেলা থেকে প্রায় চার হাজার মোটরভ্যান চালক এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড অশোক দাস।
মূল প্রস্তাব উত্থাপন করেন রাজ্য সম্পাদক কমরেড দীপক চৌধুরী। ২৭ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। আমন্ত্রিত বক্তা এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্তা তাঁর ভাষণে জাতীয় সড়ক, যানজট ইত্যাদির অজুহাত দেখিয়ে স্বল্প ভাড়ায় পণ্য পরিবহণ করা মোটরভ্যান তুলে দেওয়ার সমস্ত রকম প্রশাসনিক অপচেষ্টা প্রতিরোধে লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ আই ইউ টি ইউ সি-র প্রয়াত সভাপতি, এ দেশের তথা বিশ্বের শ্রমিক মুক্তি আন্দোলনের মহান শিক্ষক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ পূর্তি পালন করার আহ্বান জানান তিনি। সম্মেলন থেকে কমরেড অশোক দাসকে সভাপতি ও কমরেড জয়ন্ত সাহাকে সম্পাদক করে ১৫১ জনের রাজ্য কমিটি গঠিত হয়।