মোটরভ্যান চালকদের রাজ্য সম্মেলন ১৩ জানুয়ারি কলকাতার সুবর্ণবণিক সমাজ হলে অনুষ্ঠিত হয়৷ সংগঠনের নেতৃত্বে জেলায় জেলায় ও রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের চাপে বিগত এবং বর্তমান সরকার মোটরভ্যান চলু রাখতে দিতে বাধ্য হয়েছে৷
কলকাতা হাইকোর্টের এক রায়ের অজুহাতে বিভিন্ন জেলায় পুলিশ ব্যাপকভাবে মোটরভ্যান চালক সহ গাড়ি আটক করে ও কেস দেয়৷ এর বিরুদ্ধে ‘সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন’ আন্দোলন গড়ে তুলে প্রশাসনকে আটক মোটরভ্যান ছাড়তে বাধ্য করে৷ কিন্তু এখনও বহু জেলায় মোটরভ্যানকে আটক করা হচ্ছে এবং পুলিশ ও প্রশাসনের হুমকি চলছে৷ কোচবিহার সহ কয়েকটি জেলায় টোটো বাতিল করে ই–রিক্সা দেওয়া হচ্ছে৷ একইভাবে সরকার মোটরভ্যান বাতিল করে ই–রিক্সা চালুর পরিকল্পনা করছে৷ জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলার আরটিও মোটরভ্যান চালকদের টিন নম্বর (অস্থায়ী পরিচয় নম্বর) দিচ্ছে না৷ বলছে, মোটরভ্যান ছেড়ে দিয়ে ই–রিক্সা চালাতে৷ কিন্তু মোটরভ্যানের কাজ কখনও ই–রিক্সার দ্বারা সম্ভব নয়৷ প্রতিবেদনের উপর মোটরভ্যান চালকরা আলোচনা করেন৷ সভাপতিত্ব করেন কমরেড সুজিত ভট্টশালী৷ সম্মেলন থেকে কমরেড অশোক দাসকে সভাপতি, কমরেড দীপক চৌধুরীকে সম্পাদক করে রাজ্য কমিটি গঠিত হয়৷