স্বাস্থ্য পরিষেবা ও মেডিকেল শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং মেডিকেল এথিক্সের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে সর্বদাই আর্ত মানুষের সেবায় ব্রতী হওয়ার কণ্ঠস্বর শোনা গেল মেডিকেল সার্ভিস সেন্টারের সপ্তম সর্বভারতীয় সম্মেলনে। কর্ণাটকের বাঙ্গালোর মেডিকেল কলেজ ও রিসার্চ ইনস্টিটিউটে (বিএমসিআরআই) ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে আট শতাধিক ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফ, মেডিকেল ডেন্টাল-প্যারামেডিকেল-নার্সিং ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সম্মেলন উদ্বোধন করেন কালবুর্গী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এম ভি নাডাকার্নি। পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রফেসর ডাঃ বিনায়ক নারলিকার। প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি বিএমসিআরআই-এর ডিরেক্টর কাম ডিন ডাঃ রমেশকৃষ্ণ কে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ ফারুক উদয়াদিয়া, নিমহ্যানস এর অধ্যাপক ডাঃ শেখর পি শেষাদ্রি, সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাঃ ভিক্টর লোবো, বিএমসিআরআই-এর প্রিন্সিপাল ডাঃ অসীমা বানু, সংগঠনের সহসভাপতি ডাঃ তরুণ মণ্ডল এবং ডাঃ অশোক সামন্ত, সাধারণ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা প্রমুখ। সংগঠনের সর্বভারতীয় মুখপত্র হেলথ স্পেকট্রা উদ্বোধন করেন কলকাতার এসএসকেএম হাসপাতালের পূর্বতন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ ইউ এন সরকার। সায়েন্টিফিক সেশনে স্বাস্থ্য সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখেন ডাঃ কাফিল খান। বক্তব্য রাখেন প্রখ্যাত কার্ডিওভাসকুলার বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ সি এন মঞ্জুনাথ। আমেরিকা, আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও সম্মেলনে বক্তব্য রাখেন। স্বাস্থ্য বাজেট হ্রাস, সার্বিক কর্পোরেটমুখিতা ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন, চিকিৎসক, ডাক্তারি ছাত্র, নার্সদের নানা সমস্যা সংক্রান্ত প্রস্তাব এবং প্যালেস্টাইনের হাসপাতালে ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়।
প্রফেসর ডাঃ বিনায়ক নারলিকারকে সভাপতি ও ডাঃ ভবানীশঙ্কর দাসকে সাধারণ সম্পাদক করে ৬১ জনের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।