Breaking News

মিড ডে মিল কর্মী ইউনিয়নের সারেঙ্গা ব্লক বিডিও ডেপুটেশন

 গত ১৭ এপ্রিল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে বিক্ষোভ ডেপুটেশন ও অবস্থান চলে। মূলত খামানি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ জন মিড ডে মিল কর্মীকে পুনর্বহাল করার দাবিতে এবং দশ মাসের বদলে বারো মাসের বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, বোনাস, পেনশন, পিএফ গ্র্যাচুইটি এবং শ্রম কমিশনের সুপারিশ অনুযায়ী বাঁচার মতো বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলন চলে। অবশেষে বিডিও দীর্ঘ দু’বছর পর ওই ১৩ জন মিড ডে মিল কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেন এবং অন্যান্য দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর আশ্বাস দেন।

আন্দোলনে নেতৃত্ব দেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছন্দা মাহাতো। উপস্থিত ছিলেন যুগ্ম রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার। তিনি বলেন এই দাবিগুলো নিয়ে আগামী ১৭ জুন কলকাতায় নবান্ন অভিযান হবে।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৮ সংখ্যা ২-৮ মে ২০২৫ এ প্রকাশিত