এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলে ছাত্র পিছু বরাদ্দ প্রাথমিক স্তরে মাত্র ৭৪ বয়সা এবং উচ্চপ্রাথমিকে মাত্র ১ টাকা ১২ পয়সা বাড়িয়েছে। তাতে মোট বরাদ্দ দাঁড়াল যথাক্রমে ৬ টাকা ১৯ পয়সা ও ৯ টাকা ২৯ পয়সা। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ন্যক্কারজনক ভাবে মিড ডে মিলে এই অতি সামান্য বরাদ্দ করেছে। অথচ এই সরকারই একচেটিয়া ও বহুজাতিক পুঁজিপতিদের জন্য হাজার হাজার কোটি টাকা কর ছাড় দিচ্ছে, তাদের বিপুল পরিমাণ ব্যাঙ্ক ঋণ মকুব করে দিচ্ছে, তাদের বিপুল ভর্তুকি দিচ্ছে। দারিদ্রপীড়িত স্কুল ছাত্রদের নূ্যনতম পুষ্টির জন্য প্রয়োজনীয় এইটুকু তহবিলের সংস্থান করার কাজে সরকার যে রকম কার্পণ্য করে চলেছে, তা চরম নিন্দনীয়।
সমস্ত শিক্ষাপ্রেমী বিবেকবান মানুষের কাছে আমাদের আবেদন, মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে ছাত্র পিছু অন্তত ১৬ টাকা এবং উচ্চপ্রাথমিকে ২০ টাকা করার জন্য সরকারকে বাধ্য করতে সোচ্চার হোন।