স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী এবং এ যুগের মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে এআইডিএসও জেএনইউ ইউনিট ‘মার্ক্সবাদ ও শিবদাস ঘোষ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ২৯ জুলাই। জেএনইউ-এর টেফলাসে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন ‘প্রমিথিউসের পথে’-র লেখক এবং সম্পাদক শঙ্কর ঘোষ। তিনি শিবদাস ঘোষের জীবনসংগ্রাম এবং মার্ক্সবাদে তাঁর অবদানের কথা তুলে ধরেন। ছাত্ররা খুব আগ্রহের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এআইডিএসও-র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, কোষাধ্যক্ষ দীনেশ মহন্ত, সংগঠনের দিল্লির সভাপতি প্রশান্ত কুমার, সম্পাদক শ্রেয়া। সূচনায় শিবদাস ঘোষের ছবি সংবলিত বিশেষ পোস্টার উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেএনইউ ইউনিটের ইনচার্জ সুমন।