পূর্ব মেদিনীপুর জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে থাকা নির্মাণ কাজে সরকারি অর্থ বরাদ্দ করে দ্রুত পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি, উপাচার্য পদ সহ সমস্ত শূন্যপদে স্থায়ী অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে দ্রুত পঠন-পাঠন চালুর দাবিতে ২৭ এপ্রিল নিমতৌড়ির প্রশাসনিক দপ্তরে এআইডিএসও-র জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন ছাত্রছাত্রীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুমন্ত সী, জেলা আহ্বায়ক নিরুপমা বক্সী, দীপঙ্কর পাল প্রমুখ। তাঁরা বলেন, দাবি পূরণ না হলে জেলা জুড়ে সর্বস্তরের মানুষকে সংঘবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।