ন্যায়বিচার থেকে বঞ্চিত মহিলা কুস্তিগিরদের প্রতি সংহতি জানিয়ে অন্য খেলোয়াড়দের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরত প্রসঙ্গে ফোরাম ফর স্পোর্টস পারসনস অফ ইন্ডিয়ার সভাপতি ডাঃ অশোক সামন্ত ও সম্পাদক অনিতা রায় ১ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, দেশের মুখ উজ্জ্বল করা জাতীয় ও আন্তর্জাতিক পদকজয়ী মহিলা কুস্তিগিররা যৌন হেনস্থার প্রতিবাদে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সহ তার ঘনিষ্ঠদের শাস্তি চেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু ন্যায়বিচার তাঁদের মেলেনি। অভিযুক্ত ব্রিজভূষণেরই অত্যন্ত ঘনিষ্ঠ একজন সম্প্রতি এই সংস্থার প্রধান নির্বাচিত হওয়ায় সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগট একের পর এক তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারগুলি প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সংগঠনের পক্ষ থেকে ক্রীড়া জগতে নারী নিগ্রহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের জন্য ক্রীড়াবিদ সহ সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে ঐক্যবদ্ধ দীর্ঘস্থায়ী প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানানো হয়।