পোষণ ট্র্যাকারের কাজের জন্য সেন্টারের নামে অ্যানড্রয়েড সেট, সিমকার্ড দেওয়া, কর্মী-সহায়িকাদের খাবার পাওয়ার অধিকার রক্ষা, কর্মরত অবস্থায় মৃতদের উত্তরাধিকারীদের চাকরি দেওয়া, মাসিক ২৮ হাজার টাকা বেতন ও সরকারি কর্মীর স্বীকৃতি সহ নানা দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে হাজার হাজার কর্মী ও সহায়িকার বিশাল মিছিল হল কলকাতায়। ২০ ডিসেম্বর নারী ও শিশু কল্যাণ দপ্তরের ডাইরেক্টর, মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এর আগে তারা এসপ্ল্যানেডে চৌরঙ্গী মোড় অবরোধ করেন। নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদিকা মাধবী পণ্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।