তমলুকের রত্নালীতে মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে ‘মদ বিরোধী নাগরিক কমিটি’র পক্ষ থেকে ১৮ অক্টোবর তমলুক থানার ওসি এবং সিআই-এর বিরুদ্ধে দপ্তরে দেখানো হয়। এলাকায় দুটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এর ফলে একটি দোকান বন্ধ হয়েছে। আরেকটি দোকান ‘সঙ্গম বার কাম রেস্টুরেন্ট বারেবারে খোলার চেষ্টা করছে। এলাকার মহিলাদের নিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এই দোকানটি বন্ধের দাবি প্রশাসনের কাছে বারে বারে জানিয়ে এসেছে মদ বিরোধী নাগরিক কমিটি। সম্প্রতি দোকানটি আবারও খোলার চেষ্টা করছে সমাজবিরোধীদের মদতে। কাঁথির ভাজাচাউলিতে জনসাধারণের প্রতিবাদে একটি মদের দোকানের লাইসেন্স বাতিল হয়েছে। নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সঞ্জয় কর, কমিটির কার্যকরী সদস্য আমিনুল ইসলাম, নিতাই চন্দ্র প্রামাণিক, সূর্য চক্রবর্তী, শিক্ষক শম্ভু মান্নারা বলেন, কয়েক দিন আগেই আবগারি সুপার, জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। তমলুক থানার ওসি এবং সিআইয়ের কাছে লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়েছে।