২২ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের খুড়শী অঞ্চলে বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে গঠিত ‘মদ বিরোধী নাগরিক কমিটি’–র পক্ষ থেকে আয়োজিত মিছিলে মদের ঢালাও লাইসেন্স বন্ধ করা, নারীদের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার দাবিতে মহিলারা অংশ নেন৷ চাতুরিভাড়া থেকে মিছিল করে নারায়ণগড় থানার সামনে এসে বিক্ষোভ দেখান মহিলারা৷ তাঁরা বলেন, ব্লকের খুড়শি, বেকারচক, বৈঁচাআড়া এলাকায় মদ্যপদের প্রাদুর্ভাব বাড়ছে৷ যুব সমাজ নষ্ট হচ্ছে৷ এলাকায় বেশ কয়েকটি বৈধ, অবৈধ মদের দোকান থাকায় বাড়ির ছেলেরা নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে৷ পুলিশ জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ এদিন নারায়ণগড় থানার ওসিকে স্মারকলিপি দিয়ে মদের দোকান বন্ধ, দীপাবলির সময় বৈঁচাআড়া–সহ পাশাপাশি অবস্থিত মদের দোকানগুলি বন্ধ রাখা, গ্রামের হোটেলে বসে মদ খাওয়ার বিষয়ে পুলিশের হস্তক্ষেপের আবেদন জানান মহিলারা৷
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কমিটির সম্পাদক ধীরেন্দ্রনাথ ওঝা, সভাপতি খাদিম আলিশা, শচীন্দ্রনাথ মাইতি৷ মিছিল শেষে পথসভায় উপস্থিত ছিলেন ঝর্ণা জানা, দীপালি মাইতি, কণিকা ধাড়া, মিনতি ওঝা, জ্যোৎস্না মণ্ডল প্রমুখ৷