Breaking News

ভোটের লোভেই সাম্প্রদায়িক রাজনীতির নগ্ন প্রতিযোগিতা

vবিধানসভায় বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বিধায়ক-মন্ত্রীদের সাম্প্রদায়িক রাজনীতির নগ্ন প্রতিযোগিতার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৫ মার্চ এক বিবৃতিতে বলেন,

বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বিধায়ক-মন্ত্রীরা যে ভাবে কে কতখানি হিন্দু বা মুসলিম তা প্রমাণ করার নগ্ন প্রতিযোগিতায় নেমেছেন, তা এ রাজ্যের রাজনৈতিক ঐতিহ্যের সম্পূর্ণ বিরোধী। মুখ্যমন্ত্রী ২৫০ কোটিরও বেশি সরকারি অর্থ ব্যয় করে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির তৈরি করছেন যা আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। বিরোধী দলনেতা তার পাল্টা আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামে অযোধ্যার রামমন্দিরের আদলে মন্দির তৈরির শিলান্যাসের ঘোষণা করে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান করেছেন। বিধানসভার অভ্যন্তরে বিজেপি ও তৃণমূল নেতাদের ভাষণে সাধারণ মানুষের সমস্যার পরিবর্তে কে কোন ধর্মের কতবড় পৃষ্ঠপোষক তা প্রমাণের দৃষ্টিকটু প্রতিযোগিতাই দেখা গেছে। অভয়ার ন্যায়বিচার, মূল্যবৃদ্ধি, শিক্ষা, চাকরি ও শ্রমিকের ন্যূনতম মজুরি পাওয়ার সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে ২০২৬-এর বিধানসভা ভোটই তাঁদের লক্ষ্য। জনসাধারণের কাছে আমাদের আবেদন, নিজেদের জীবনের জ্বলন্ত সমস্যাগুলির কার্যকরী সমাধানের দাবিতে এবং প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে ধর্মীয় উন্মাদনার মাধ্যমে ভোটের স্বার্থ রক্ষায় এই দুই দলের ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হোন।