ভেজাল ওষুধের রমরমাঃ সরকার দায় এড়াতে পারে না

ভেজাল ওষুধের রমরমা প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩০ মার্চ এক বিবৃতিতে বলেন,

আর জি কর-এর নৃশংস ঘটনা, মেদিনীপুরের স্যালাইন কাণ্ড স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত দুর্নীতিকে জনসাধারণের সামনে স্পষ্ট করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হল প্রশাসনের নাকের ডগায় ভেজাল ওষুধের রমরমা ব্যবসা, ওষুধের প্যাকে মেয়াদের তারিখ পাল্টে সেই ওষুধ বাজারে ব্যাপক হারে বিক্রি ইত্যাদি, এই ঘটনাক্রম জনসাধারণের উপর এক নিষ্ঠুর আক্রমণ। জাল ওষুধের উৎপাদন অন্য রাজ্যে হচ্ছে বা সেখান থেকে সব আসছে–এই কথার দ্বারা রাজ্য সরকার, তার স্বাস্থ্যদপ্তর এবং সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী তাঁর দায় এড়াতে পারেন না। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে যাতে রোগীদের উপর এমন নিষ্ঠুর আক্রমণ না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। পাশাপাশি জনসাধারণকে এই দাবি সহ জীবন-জীবিকার অন্যান্য দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫  প্রকাশিত